Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পঞ্চবার্ষিকী পরিকল্পনা
 

স্বাস্থ্যখাত
১.    দরিদ্র জন গোষ্ঠির জন্য বাড়ী বাড়ী স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন সরবরাহ করা।
২.     বিশুদ্ধ পানীয় জলের জন্য নলকূপ বিহীন পরিবাওে নলকূপ সরবরাহ নিশ্চিত করন।
৩.    পরিবার পরিকল্পনা বাইরে প্রতিটি পরিবারকে উদ্ধুব্ধ করা।
যোগাযোগ খাত
১.    বিভিন্ন  গ্রামের মধ্যে সংযোগ স্থাপনের জন্য সড়ক ব্যবস্থা গড়ে তোলা।
২.     কৃষি পন্য বেচা কেনার জন্য ২টি বিদ্যামান বাজারকে সম্প্রসারন ও উন্নত করা।
৩.     বিভিন্ন খাল ও নালার উপর বক্স কাল ভার্ট ফটু ব্রিজ নির্মাণ করা।
কৃষি খাত
১.    কৃষি ফসলকে কীট পতঙ্গেও আক্রমন থেকে রক্ষার জন্য কীটনাশক স্প্রে মেশীন সরবরাহ করা।
২.     সেচ যন্ত্র সরবরাহ করা।
৩.     জলাবদ্ধতা দূর করার জন্য খাল খনন ও বাঁধ  নির্মান করা।
৪.     কৃষকের দক্ষ হিসাবে গড়ে তোলার জন্য বিভিন্ন কর্মশালার ব্যবস্থা গ্রহন।
শিক্ষা খাত
১.    শিক্ষার মান বাড়ানোর জন্য প্রাথমিক বিদ্যালয়ে আসবাব পত্র সরবরাহ করা।
২.     ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে যাওয়ার জন্য উপবৃত্তির মাধ্যমে নিশ্চিত করা।
৩.     শিক্ষার হার বাড়ানোর জন্য বিদ্যালয় বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন।
সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরন খাত
১.    বয়স্ক, অসহায়, বিধাব, পঙ্গু লোকদের ভাতার ব্যবস্থা গ্রহনের মাধ্যমে সামাজিক নিরাপত্তা জোড়দার করন।
২.     সামাজিক প্রতিষ্ঠান যেমন, মসজিদ, কবরস্থান, হাফিজিয়া মাদ্রাসা, পাঠাগার, সামাজিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান উন্নয়ন করা।
অন্যান্য
১.    প্রতিটি গ্রামের আইন শৃঙ্খলা বজায় রাখা।
২.     দরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নত সাধন করা।
৩.     সুশিক্ষি নাগরিক হিসাবে নতুন প্রজন্মেকে গড়ে তোলা।